চিন্তা করাটাই জরুরী, উত্তর পাওয়ার থেকেও বেশি। গন্তব্য নয়, পথটাই আসল। — এই পোস্টে আমি আলোচনা করবো, চমক হাসান ভাইয়ের লেখা অংক ভাইয়া বইটি নিয়ে। এই বইতে গণিতের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলো নেয়া হয়েছে চমক হাসান ভাইয়ের ফেসবুক পেজ থেকে এবং তার নিজের মনে জেগে থাকা প্রশ্নগুলোর। বইটি এমনভাবে লেখা হয়েছে যে, আপনি চাইলে দুই ভাবে পড়তে পারেন।…